শুরু হোক প্রতিটি শুরু মহান আল্লাহ রাব্বুল আলামীনের নামে এবং সকল প্রশংসা তার জন্য
সম্পুর্ন নিজস্ব মেশিনে, ইম্পোর্টেড মেটেরিয়াল এবং দক্ষ জনবল এর দ্বারা আমরা বিভিন্ন ধরনের এরাবিক ক্যালিগ্রাফি, ডোর নেইম প্লেট, অফিস নেইম প্লেট ও সাইনবোর্ড, ডেস্ক নেইম প্লেট, এক্রেলিক লেটার সাইন, লাইটিং সাইন অত্যন্ত দক্ষতা ও যত্নের সাথে করে থাকি।
আল্লাহ তাআলাই যথেষ্ট বলার আরবি হলো হাসবুনাল্লাহ। এরপর আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। বলা হয়, ওয়া নিমাল ওয়াকিল অর্থাৎ তিনি কতই না উত্তম ব্যবস্থাপক! এই পুরোটা একটি দোয়া। যা পড়লে আল্লাহ তাআলা খুশি হন ও বান্দাকে বিনিময় দান করেন। দোয়াটি বিপদ-আপদে পড়লে আল্লাহ তাআলা সাহায্য করেন।
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ উচ্চারণ: হাসবুনাল্লাহি ওয়া নিমাল ওয়াকিল অর্থ: আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক।
‘হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক।’ সাহাবিরা এই দোয়া আমল করেছিলেন খন্দকের যুদ্ধের সময়। যখন সাহাবিরা জানতে পারলেন ১০ হাজার সেনা এসে মদিনা শহরকে ঘেরাও করতে যাচ্ছে, তখনো তারা আল্লাহর কাছে এই বলে সাহায্য কামনা করেছিলেন, হাসবুনাল্লাহি ওয়া নিমাল ওয়াকিল। (বুখারি: ৪৫৬৩-৪৫৬৪)
উন্নত মানের ৮ মিলি কালো সাইনিং এক্রেলিক অত্যাধুনিক মেশিনে পলিশ এবং ১.৫ মিলি অরিজিনাল গোল্ড কালার গোল্ডেন মিরর এক্রেলিক দিয়ে আয়াতুল কুরসি, সুরা আল ফালাক ও সুরা আন নাস এর প্রিমিয়াম কোয়ালিটির একটি ক্যালিগ্রাফি সেট আপনার ঘর এর সৌন্দর্য বর্ধন এর সাথে প্রত্যহ পাঠে আপনার ঘর হয়ে উঠবে ইসলামের আবহ পূর্ন একটি ঘর।
ফাইবার এক্রেলিক মিরর দিয়ে নিখুতভাবে কাজ করা
ব্যাকগ্রাউন্ড এক্রেলিকের কালার – Black or White
ব্যাকগ্রাউন্ড এক্রেলিক – ৮ মি মি মোটা
উপরের লেখাটি গোল্ডেন মিরর ২ মি মি মোটা
লেখার কালার – Golden Mirror or Silver Mirror
দেয়ালে লাগানোর সাথে স্ক্র ও রয়েল প্লাগ সাথে থাকবে
যে কোন সাইজে কাস্টমাইজ অথবা যেকোন ভাবে ডিজাইন করা যাবে
চারপাশে লাগানোর সুবিধার্তে ফুটো করা থাকবে এবং লাগানোর জন্য সরঞ্জামাদি থাকবে