শুরু হোক প্রতিটি শুরু মহান আল্লাহ রাব্বুল আলামীনের নামে এবং সকল প্রশংসা তার জন্য
সম্পুর্ন নিজস্ব মেশিনে, ইম্পোর্টেড মেটেরিয়াল এবং দক্ষ জনবল এর দ্বারা আমরা বিভিন্ন ধরনের এরাবিক ক্যালিগ্রাফি, ডোর নেইম প্লেট, অফিস নেইম প্লেট ও সাইনবোর্ড, ডেস্ক নেইম প্লেট, এক্রেলিক লেটার সাইন, লাইটিং সাইন অত্যন্ত দক্ষতা ও যত্নের সাথে করে থাকি।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ – এর অর্থ হলো “আল্লাহ তা’আলা ব্যতীত এবাদত এর উপযুক্ত আর কোন মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা’আলার প্রেরিত বান্দা ও রাসূল।।”
আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ইসলামের মৌলিক বিশ্বাস সম্বলিত বাক্য- কালিমা তাইয়্যেবা। এর মাধ্যমেই ইসলামের প্রথম স্তম্ভ পূর্ণতা পায়। ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব ও মর্যাদা এটির। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব, মর্যাদা ও ফজিলত অনেক বেশি।
কালিমা এক শপথবাক্য। এর সার কথা হলো, আমি কেবল মহান আল্লাহকে ইবাদতের উপযুক্ত মনে করি, ইহকাল ও পরকালের সব বিষয় তার কুদরতে রয়েছে বলে বিশ্বাস করি। সুতরাং আমি তারই বন্দেগি ও গোলামি করি। তাকে ভালোবাসি, তার নির্দেশ মতো জীবন পরিচালনা করি এবং আমি হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহর প্রেরিত সত্য নবী বলে স্বীকার করি। জীবনের সকল বিষয়ে আমি তার আনুগত্য করি, তার আনীত হেদায়েতের অনুসরণ করি। এ-ভাবে শপথ নেয়াকেই বলে ঈমান আনা, তাওহিদ ও রেসালাতের সাক্ষ্য দেয়া।